অ্যান্ড্রয়েড 14 কিছু বিশেষ ফিচার | এন্ড্রয়েড ১৪ কিভাবে পাবো? Android 14 Best Features

বন্ধুরা আমরা সবাই অ্যান্ড্রয়েড সম্পর্কে জানি আর এই অ্যান্ড্রয়েড নতুন ভার্সন অ্যান্ড্রয়েড 14 নিয়ে এসেছে। এই নতুন ভার্সনটি বর্তমানে অল্পকিছু ডিভাইসই উপলব্ধ আছে। ধীরে ধীরে আরও অনেক ফোনে এই নতুন ভার্সনটি আসবে তাই এই পোস্টটিতে অ্যান্ড্রয়েড 14 কিছু বিশেষ ফিচার নিয়ে আলোচনা করবো ।

অ্যান্ড্রয়েড 14 কিছু বিশেষ ফিচার (Android 14 Best Features)

ফ্ল্যাশ বিজ্ঞপ্তি (Flash Notification)

এই ফ্ল্যাশ বিজ্ঞপ্তি Android 14 এর আকর্ষণীয় ফিচার । ফ্ল্যাশ বিজ্ঞপ্তি দুই ভাবে ব্যাবহার করতে পারবেন – ক্যামেরা ফ্ল্যাশ ও স্ক্রিন ফ্ল্যাশ। এই ফিচারটির সাহায্যে ফোনে যখন কোনো বিজ্ঞপ্তি আসবে তখন স্ক্রীনে কালার ভাসতে থাকবে ও ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলতে থাকবে। এই ফিচারের সাহায্যে আপনার গুরত্বপূর্ণ বিজ্ঞপ্তি মিস করবেন না।

লক স্ক্রীন কাস্টোমাইজেশন (Lock Screen Customization)

Android 14 তে সবথেকে বেশি লক স্ক্রীনে বেশি পরিবর্তন করা হয়েছে। এই ভার্সনে আপনি ব্যাপকভাবে লোক স্ক্রিন কাস্টোমাইজ করতে পারবেন যেমন – ঘড়ির স্টাইল, ফ্রন্ট, ঘড়ির সাইজ, কালার । আরো আপনি লক স্ক্রীনের শর্টকাট বাটন চেঞ্জ করতে পারেন ।

ফোনকে ওয়েব ক্যাম হিসেবে (Phone as Webcam)

নতুন অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনে আপনি নিজের ফোনকে পিসি বা ল্যাপটপের ওয়েব ক্যাম হিসাবে ব্যাবহার করতে পারবেন। এর জন্য ফোনের USB কেবল ল্যাপটপ বা কম্পিউটারে সংযুক্ত করে Webcam ফিচার চালু করলেই ফোনের ক্যামেরা ওয়েবক্যাম হিসেবে ব্যাবহার করার জন্য তৈরি হয়ে যাবে ।

ওয়ালপেপার ও স্টাইল (Wallpaper And Style)

নতুন ভার্সনে আপনি ফোনের ওয়ালপেপারের অনেক চেঞ্জ করতে পারবেন । AI এর মাধ্যমে আপনি ফোনের ওয়ালপেপারের জন্য নিজেই সহজে তৈরি করে ব্যাবহার করতে পারেন।

সিকিউরিটি পিন (Security PIN)

আপনি যখন স্ক্রিনলক কে পিন এর দ্বারা খুলতে যাবেন তখন পিন লেখার সময় একরকম অ্যানিমেশন দেখতে পাবেন ও পিন কোড দেওয়ার পরের লক খুলে যাবে কোনো “Ok” বা “Conform” বটন চাপতে হবে না।

কোন ডিভাইসগুলি Android 14 সাপোর্ট করে ?

যেই ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট করে সেই ডিভাইসগুলো হলো :

  • পিক্সেল 4A
  • পিক্সেল 5
  • পিক্সেল 5A
  • পিক্সেল 6
  • পিক্সেল 6A
  • পিক্সেল 6 Pro
  • পিক্সেল 7
  • পিক্সেল 7 Pro
  • পিক্সেল 7A
  • পিক্সেল 8
  • পিক্সেল 8 Pro
  • পিক্সেল ট্যাবলেট
  • পিক্সেল ফোল্ড

কিভাবে নিজের ফোনে Android 14 ইনস্টল করবো ?

সাপোর্ট করা ডিভাইসে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ব্যাবহার করতে হলে –

  • ফোনটিতে সেটিংস অ্যাপস্ ওপেন করুন।
  • একদম নিচে বা উপরের About অপশনে যান ।
  • পরে সিস্টেম আপডেটে চাপ দিন।
  • এর পর দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ১৪ আপডেট দেখতে পাবেন , যদি না দেখতে পান তবে আপডেটের জন্য চেক করতে হবে।
  • এটিকে ডাউনলোড করে ইনস্টল করুন ও অ্যান্ড্রয়েড ১৪ ফিচারের মজা উপভোগ করুন ।
    (আপডেট করার সময় ফোনে বেশি চার্জ রাখা জরুরি)

শেষ কথা –

এন্ড্রোয়েড ১৪ তে বড় পরিবর্তন দেখতে পাবেন , এই ভার্সনটি বর্তমানে কিছু ফোনেই চলছে , আশা করা যায় ধীরে ধীরে আরো অনেক ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ আপডেট আসবে। তাই এই ভার্সনের কিছু সেরা ফিচারগুলো নিজের ভাষায় আলোচনা করেছি । আর এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । ধন্যবাদ !

FAQ –

প্রশ্ন: Android 14 কে কি বলা হয় ?
উত্তর: Upside Down Cake.

প্রশ্ন: Android 14 সেরা ফিচার কোনটা ?
উত্তর: সব ফিচার গুলোই সেরা , কিন্তু লক স্ক্রীন কাস্টোমাইজেশন ফিচারটি আমার কাছে সেরা ফিচার বলে মনে হয়।

One Comment on “অ্যান্ড্রয়েড 14 কিছু বিশেষ ফিচার | এন্ড্রয়েড ১৪ কিভাবে পাবো? Android 14 Best Features”

  1. Great goods from you, man. I’ve understand your stuff
    previous to and you are just too wonderful. I really like
    what you’ve acquired here, certainly like what you’re stating and the
    way in which you say it. You make it enjoyable and you still care for to keep it sensible.
    I can’t wait to read far more from you. This is
    actually a wonderful web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *