১০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৩ – Best phone Under 10,000

আমাদের দেশে মূলত ১০ হাজার টাকা দামের ফোনের চাহিদা সব চেয়ে বেশি , তাই আপনাকে এই দামের ভিতর একটি উন্নতমানের ফোন কেনার আগে একটু গবেষণা করা দরকার ,তাই আমরা আপনাদের কথা ভেবে এই পোষ্টটি বানিয়েছি ।এখন ১০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৩ সালে অনেক ফোন পেয়ে যাবেন, তাই আমরা আপনাদেরকে সেরা ৫ টি ফোনের ব্যাপারে আলোচনা করবো , আপনার ব্যাবহার অনুযায়ী আপনি আপনার পছন্দ অনুযায়ী ফোনটা কিনতে পারেন ।

১০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৩

 Infinix Note 12

Infinix note 12

আমরা যখন বাজেটের ভিতর কোনো ফোন নিয়ে আলোচনা করি আর infinix এর ফোন থাকবে না , সেটা কি হয় । Infinix Note 12 একটি সেরা বাজেটের ফোন, কারণ এই দামের ভেতর আপনি একটি আমলেড ডিসপ্লের ফোন পাওয়া অবাক কথা। ফোনটিতে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে আসে । ফোনটি যাতে অনেকক্ষণ ব্যাবহার করা যায় তার জন্য ৫০০০ mAh ব্যাটারি ও তার সাথে ৩৩ W ফাস্ট চার্জার এর সাপোর্ট পাবেন ।
এছাড়া যারা ফোনে বেশি গেম খেলতে ভালোবাসেন তারা এটি কিনতে পারেন , এটিতে মিডিয়াটেক এর গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে । এছাড়া Triple Rear ক্যামেরা সেট আপ পাওয়া যায়।

অর্থাৎ , ফোনের অ্যামোলেড ডিসপ্লে , বড় ব্যাটারি , ফাস্ট চার্জার সহ অনেক ফিচার থাকার জন্য এটি একটি আপনার বেস্ট চয়েজ হতে পারে। যাদের ফোনে বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন ও ফোনে মোটামুটি গেমস খেলে থাকেন তারা এটি নিতে পারেন তাছাড়া ফোনটিতে অতিরিক্ত ৪ জিবি Virtual RAM ব্যাবহার করতে পারবেন ।

ফোনের কিছু প্রধান বৈশিষ্ট্য-
DISPLAY6.7 inches Full HD+(AMOLED)
ChipsetMediatek Helio G88 (12nm)
RAM / MEMORY4GB,64GB
BACK CAMERA50MP + 2MP Depth + AI Lens
BATTERY5000 mAh+33W Fast Charging

Infinix hot 11 2022

১০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৩ তালিকায় থাকছে Infinix Hot 11 2022, ফোনটিতে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ । যদি আপনি বড় ডিসপ্লে পছন্দ করেন তাহলে এটি বেছে নিতে পারেন ,কারণ ৬.৭ ইঞ্চি ফুল ইচডি+ বড় ডিসপ্লে পাবেন। এই বাজেটের ফোনেও কোম্পানি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রদান করেছে। ফোনটি সারাদিন ব্যাবহার করার জন্য ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি প্রদান করেছে । এই ফোনে আপনি মোটামুটি ভালো গেমস খেলতে পারবেন।

আপনার যদি একটি বড় ডিসপ্লের ফোন ব্যাবহার করতে ভালোলাগে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। তাছাড়া আপনার যদি বড় ব্যাটারির প্রয়োজন হয় তাহলেও আপনি ফোনটি আপনার সেরা চয়েজ হবে ।

ফোনের কিছু প্রধান বৈশিষ্ট্য-
DISPLAY6.7 inches Full HD+ (IPS LCD)
ChipsetUnisoc T610 (12 nm)
RAM / MEMORY4GB,64GB
BACK CAMERA13 MP + 2MP Depth
BATTERY5000 mAh +10W Charging

Redmi 10

বন্ধুরা ১০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইলের পোস্টে পরের ফোনটি হলো Redmi 10 । আমি জানি আপনার এই ফোনের ফিচার জেনে খুবই খুশি হতে পারেন কারণ এই ফোনে ৬০০০ ব্যাটারি সহ ১৮ ওয়াট ফাস্ট চর্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন । ফোনটা ব্লু কালারের সাথে পেয়ে যাবেন, ৬.৭ ইঞ্চি hd+ ডিসপ্লে ও
১২০ Hz রিফ্রেশ রেটের সাথে আসে । যারা গেমার তারা সেই ফোনটি ১০ হাজারের মধ্যে একটি খুবই ভালো অপশন হবে , Snapdragon ৬৮০ প্রসেসরের সাথে মূলত ভালো গেমিং উপভোগ করতে পারবেন। ফোনটির পেছনের ৫০ MP+ ২ MP ক্যামেরার সাহায্যে আপনি ভালো ফটো ও ভিডিও তুলতে পারবেন ।

অর্থাৎ, যদি আপনি খুব পরিমাণে মোবাইল ব্যাবহার করে থাকেন ও আপনি চান সারা দিনে এক বার ফোন চার্জ করে সারাদিন যাতে চালাতে পারেন , পাশাপাশি ভালো মানের গেমস খেলতে পছন্দ করেন তাহলে ১০ হাজারের ভিতরে বেস্ট ফোন হবে।

ফোনের কিছু প্রধান বৈশিষ্ট্য-
DISPLAY6.7 inches HD+(IPS LCD)
ChipsetSnapdragon 680(6nm)
RAM / MEMORY4GB,64GB
BACK CAMERA50MP + 2MP Depth
BATTERY6000 mAh +18W Fast Charging

Samsung Galaxy M13

১০ হাজারের ভিতর সুন্দর ও প্রিমিয়াম দেখতে এই ফোন। স্যামসাংয়ের এই ফোনে ৬.৬ ইঞ্চি FULL HD+ ডিসপ্লে পাবেন। ফোনটি যাতে আপনি সারা দিন চালাতে পারেন তার জন্য ৬০০০ ব্যাটারি ও ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন । পিছনে ৫০MP+৫MP+২MP ক্যামেরার সাহায্যে খুব সুন্দর ছবি ও ভিডিও তুলতে পারবেন । ফোনটি ৪ জিবি RAM+৬৪ জিবি স্টোরেজের সাথে পাবেন। অ্যান্ড্রয়েড ১২(Q) এর নতুন ভার্সন দেখতে পারবেন। আর এই ফোনে ডেডিকেটেড কার্ড স্লট দেখতে পাবেন ,ফলে আপনি দুটো সিম ও একটি মেমোরি কার্ড এক সাথেই ব্যাবহার করতে পারবেন।

আপনার যদি বড় ব্যাটারি, বড় ডিসপ্লের সাথে প্রিমিয়াম লুকের ফোন পছন্দ করে থাকেন তবে আপনি এই ফোনের দিকে যেতে পারেন।

ফোনের কিছু প্রধান বৈশিষ্ট্য-
DISPLAY6.6 inches FHD+(IPS LCD)
ChipsetExynos 850 (8nm)
RAM / MEMORY4GB,64GB
BACK CAMERA50MP + 5MP + 2MP
BATTERY6000 mAh+15W Charging

Infinix Hot 12 Pro

১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৩ লিস্টে রয়েছে Infinix Hot 12 Pro এর এই ফোনটি। ফোনটিতে ৬ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজের সাথে আসে , এই ১০ হাজার টাকার ভিতর ৬ জিবি রেমের ফোন খুবই কম পাওয়া যায় । ফোনটিতে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লের সাথে আসে , ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি প্রদান করাহয়েছে। Infinix এর এই ফোনটিতে ডেডিকেটেড সিম স্লট সহ আসে । ফটো ও ভিডিও রেকর্ড করার জন্য পিছনে ৫০ এমপি + ডেপথ লেন্স প্রদান করা হয়েছে ।

অর্থাৎ , আপনার ফোনে যদি বেশি রাম প্রয়োজন হয় ও তার সাথে বড় ব্যাটারির দরকার হয় তবে এই ফোনটি নিতে পারেন, কিন্তু ফোনটির ডিসপ্লে ফুল HD+ না হওয়ায় ফোনটি আপনার অপছন্দ হতে পারে । তাছাড়া ফোনটিতে মূলত সব ধরনের ফিচার পেয়ে যাবেন ।

ফোনের কিছু প্রধান বৈশিষ্ট্য-
DISPLAY6.6 inch HD+(IPS LCD)
ChipsetUnisoc Tiger T616 (12 nm)
RAM / MEMORY6GB,64GB
BACK CAMERA50 MP + Depth Lens
BATTERY5000 mAh+18W Fast Charging

আমাদের শেষ কথা – 

তাহলে বন্ধুরা , আপনি যদি ১০ হাজার টাকার ভিতর সেরা ফোন খুঁজে বেড়াচ্ছেন । তাহলে উপরের আর্টিকেলটি আপনাকে ফোনটি খুঁজতে সাহায্য করবে । আর ফোন কেনার আগে অবশ্যই ভালোভাবে রিসার্চ করেই ফোন কিনবেন । আমাদের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন , ধন্যবাদ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *