হারানো মোবাইল খুঁজে পাওয়ার নতুন উপায় – How To Find Lost Phones

হারানো মোবাইল খুঁজে পাওয়ার নতুন উপায়

বর্তমান যুগে মোবাইল হলো আমাদের সব চেয়ে দরকারি জিনিস। নিজের সমস্ত দরকারি তথ্য আমাদের ফোনেই থাকে, আর যখন মোবাইলটি আপনার ভুলে হারিয়ে বা ফোনটি চুরি হয়ে যায় তখন আপনি খুব সমস্যায় পড়েন। ফোন হারানো একটি স্বাভাবিক ব্যাপার ,সঠিক উপায় জানা থাকলেই আপনার ফোন ও আপনার তথ্য সুরক্ষিত থাকবে। তাই আপনাকে অবশ্যই জানা দরকার হারানো মোবাইল খুঁজে পাওয়ার নতুন উপায় কিকি?
আপনি যদি পোষ্টটি সম্পূর্ণ পড়েন তাহলে আপনার এর সম্মন্ধে জ্ঞান হয়ে যাবে।

হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায়

নিচের কয়টি নিয়ম আপনার জানা থাকলে আপনি হারানো ফোন সজেই পেতে পারেন।

গুগলের Find My Device ফিচারের সাহায্যে

আমরা গুগলের অনেক রকম ফ্রি পরিষেবা ব্যাবহার করে থাকি , এটিও একটি ফিচার যেটা বর্তমানে সব মোবাইল ডিভাইসেই থাকে। ফাইন্ড মায় ডিভাইসের সাহায্যে আপনি নিজের ফোনটি সহজেই খুজে বার করতে পারেন । তাছাড়া আপনি চাইলে হারিয়ে যাবার ফোনটার সম্পূর্ণ ডেটা মুছে দিতে পারেন ।
ফাইন্ড মায় ডিভাইসের ব্যাবহারের শর্ত গুলি

হারানো মোবাইলটি সুইচ অন থাকতে হবে।
অবশ্যই হারানো ফোনটি আপনারই গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে।
ফোনটি মোবাইল ডেটা অথবা ওয়াইফাই এর সাথে সংযুক্ত থাকতে হবে।
হারানো ফোনটিতে গুগল প্লে সার্ভিস চালু থাকতে হবে।
ফোনটিতে লোকেশন চালু থাকতে হবে ।
হারিয়ে যাওয়া মোবাইলে Find My Device ফিচারটি চালু থাকতে হবে।

Find My Device ফিচারটি কিভাবে চালু করা যায় ?

আপনি যেই কোম্পানির ফোন ব্যাবহার করে থাকেন না কেন আপনাকে প্রথমে ফোনে Setting টি খুলে নিতে হবে। এরপরে আপনাকে Google অপশনটার ভিতরে গেলে দেখতে পেয়ে যাবেন Find My Device ফিচারটি। এই সেটিংস টি মূলত সব স্মার্টফোনেই অন করা থাকে যদি এটি বন্ধ থাকে তাহলে আপনাকে অন করে রাখতে হবে ।

কিভাবে Find My Device ফিচারটির সাহায্যে হারানো মোবাইল খুঁজে বার করবো ?

আপনার হারানো ফোনটি যদি উপরের সমস্ত নিয়মগুলি মেনে থাকে তাহলেই আপনি হারানো ফোনটি খুঁজে পাবেন। হারিয়ে যাওয়া ফোনটি খুঁজতে যেকোনো ফোন, কম্পিউটার,ল্যাপটপে https://www.google.com/android/find/ যান। আপনার গুগল অ্যাকাউন্ট (হারানো ফোনের গুগল একাউন্ট) লগইন করার পর দেখতে পাবেন আপনার হারিয়ে যাওয়া মোবাইলটির তথ্য । এরপর ফোনটিতে ক্লিক করুন দেখতে পাবেন ফোনটির বর্তমান লোকেশন (লোকেশন যদি বন্ধ থাকে তাহলে লাইভ লোকেশন দেখতে পাওয়া যাবে না)। এখন আপনি যদি চান হারিয়ে যাওয়া ফোনটির ডেটা মুছেও ফেলতে পারেন।

Find My Device ফিচারে কি কি সুবিধা পাওয়া যায়?

  • প্লে সাউন্ড – এই ফিচারটির মাধ্যমে আপনি ফোনটিতে একটি আওয়াজ (রিংটোন) বাজাতে পারেন । ফোনটি যদি সাইলেন্ট বা DND (Do Not Disturb) মোডে থাকলেও আওয়াজ হয়।
  • সিকিউর ডিভাইস – সিকিউর ডিভাইস ফিচারের ফলে আপনি ফোনটিকে লক,ম্যাসেজ ও ফোনের মালিকের নম্বর প্রদান করতে পারেন, ফলে ফোনটি বর্তমান যার কাছে রয়েছে সে আপনাকে সহজে কন্টাক করতে পারবে।
  • এরেস ডিভাইস – এই ফিচারের মাধ্যমে আপনি হারানো ফোনের সমস্ত ডেটা (ছবি,ভিডিও,ম্যাসেজ,কন্টাক,ইত্যাদি) একেবারে ডিলেট করে দিতে পারেন।

হারানো মোবাইল IMEI নম্বর দ্বারা খোঁজা

IMEI এর সম্পূর্ণ অর্থ হলো International Mobile Identity. এই নম্বরটি প্রতিটি ফোনেই আলাদা আলাদা হয়ে থাকে । এই IMEI নম্বরটি ফোন রিসেট কিংবা সিম পাল্টাবার পরেও একই থাকে । এই নম্বর দিয়ে ফোন ট্রাক করা যায়। আপনাকে জেনে রাখা ভালো ইন্টারনেটে প্রচুর ফেক সাইট আছে তারা এই নম্বর দিয়ে মোবাইল ট্রাক করার দাবি করে , আপনি কখনোই IMEI নম্বর শেয়ার করবেন না এতে আপনার ও ফোনের অসুবিধে হতে পারে। আপনাকে জানা দরকার এই কাজটি সাধারণ মানুষ করতে পারবে না। শুধু মাত্র প্রশাসন বা সরকারি আধিকারিকরা এই কাজটি করতে পারে তাই আপনাকে হারানো মোবাইল খুঁজতে কাছের থানায় একটি ডাইরি করা দরকার।

 

প্রশাসনিক সাহায্যের মাধ্যমে

যদি আপনার হারানো ফোনে ফাইন্ড মায় ডিভাইস ফিচার বন্ধ থেকে থাকে। তখন আপনার করনীয় তৎক্ষণাৎ যেই জায়গা থেকে ফোনটি হারিয়েছে সেই এলাকার থানায় হারানো ফোনের সম্পূর্ণ তথ্য দিয়ে একটি ডায়েরি করা। ডায়েরি করার ফলে আপনি সম্পূর্ণ প্রশাসনিক সাহায্যের মাধ্যমে ফোনটি খুঁজে পেতে পারেন।

হারানো ফোনের সিম কিভাবে বন্ধ করবো?

যখনি আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তখনই আপনাকে ওই সিমটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করার জন্য আপনাকে সিম অপারেটরের হেল্পলাইনে কল করার পর সিমের সঠিক ইনফরমেশন দিলেই সিমটি বন্ধ হয়ে যাবে । আপনি চাইলে পরে ওই নম্বরটি চালু করতে পারেন।

FAQ –

প্রশ্ন: ফোন হারানো বা চুরি হবার পর কি করা উচিৎ?
উত্তর: ফোন হারানোর পর find my device এর সাহায্যে খোঁজা বা নিকটবর্তী থানায় ডায়েরি করা।

প্রশ্ন: হারানো বা চুরি হওয়ার পর নিজস্ব ফটো,ভিডিও গুলো ডিলেট করবো কি করে।
উত্তর: আপনাকে ” গিয়ে এ্যারেস ডেটা করে দিতে হবে (সম্পূর্ণ তথ্য উপরের দেওয়া)।

প্রশ্ন: IMEI নম্বর কি?
উত্তর: IMEI নম্বর হলো এমন একটি নম্বর যেটা বিশ্বের সব মোবাইলে ডিভাইসে থাকে এবং এটা ভিন্ন হয়ে থাকে।

প্রশ্ন: IMEI নম্বর কি ভাবে দেখবো?
উত্তর: IMEI নম্বর দেখতে হলে ফোনটির বক্সের গায়ে বা Settings এর About অপশনের ভিতর দেখতে পাবেন।

শেষ কথা –

স্মার্টফোন হলো আমাদের অতি দরকারি একটি জিনিস। আমরা যেহেতু আমাদের সব তথ্যই ফোনে রেখে থাকি তাই আমাদের দরকার জিনিসটিকে সুরক্ষিত ও নজরে রাখা । তার পরেও ফোন হারিয়ে যায় তবে উপরে হারানো মোবাইল খুঁজে পাওয়ার নতুন উপায় সম্পূর্ণ পদ্ধতি ফলো করার মাধ্যমে হারানো বা চুরির ফোনটি ফেরত পেতে পারেন । পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *