ফ্লাইট মোড চালু অবস্থাতেও কিভাবে মোবাইল ইন্টারনেট চালানো যায়?

বন্ধুরা আপনি কি জানেন মোবাইলে ফ্লাইট মোড চালু থাকা অবস্থাতেও আপনি মোবাইল ইন্টারনেট ব্যাবহার করতে পারেন । যারা মোবাইলে ফ্রী ফাইয়ার , পাবজি বা অন্যান্য গেমস খেলে থাকে তাদের মধ্যে অনেকই গেম খেলার সময় ফোন আসা পছন্দ করে না তাই তাদের কে এই ফিচারটির বিষয়ে জানে নেওয়া দরকার । তো চলুন দেখে নেয়া যাক মোবাইলে ফ্লাইট মোড চালু অবস্থাতেও কিভাবে ইন্টারনেট চালানো যায়

ফ্লাইট মোড কি ? (What is Flight Mode?)

ফ্লাইট মোড হলো ফোনের এমন একটি ফিচার যেটা অন করলে মোবাইলের নেটওয়ার্ক সিগনাল বন্ধ হয়ে যায় । যার ফলে আপনি কারোর কাছে ফোন করা বা ফোন আসা,এসএমএস পাঠানো ,ইন্টারনেট ব্যাবহার করা কোনো টাই হয় না । এই ফ্লাইট মোড টি এরোপ্লেন মোড, অফলাইন মোড নামেও পরিচিত ।
জেনে রাখা ভালো ফ্লাইট মোড অন করলে মোবাইলের অনেক কয়টি উপকারও হয়। ফোন তাতারী চার্জ করার জন্যও আপনি ফ্লাইট মোড অন করে বসাতে পারেন ।

তাছাড়া আপনি যদি এমন জায়গায় গেছেন যেই খানে মোবাইল নেটওয়ার্ক নেই বা মোবাইলটা খুব গরম হতে শুরু করেছে তখন আপনি ফ্লাইট মোড অন করলে মোবাইলটি ঠান্ডা ও ব্যাটারি কম খরচ হয়।

ফ্লাইট মোডে ইন্টারনেট কিভাবে চালাবো – (How to Use internet in flight mode)

ফ্লাইট মোডে ইন্টারনেট চালাতে হলে আপনাকে ফোনে একটা সেটিংস অন করতে হবে , সেটিংসটি নরমাল সেটিংস অ্যাপ্লিকেশনে পাওয়া যায় না তাই এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। নিচে সেটিংস অন করার সম্পূর্ণ তথ্য আলোচনা করা হলো –

প্রথমে আপনি মোবাইলে ফ্লাইট মোড চালু থাকা কালীন যেই সিমের ডেটা ব্যাবহার করতে চান সেটির ডেটা অন করুন ও ফ্লাইট মোড অন করে দিন।

গুগল ডায়ালার –

আপনার মোবাইলের ডায়ালারে গিয়ে একটি কোড ডায়াল করুন সেটি হলো *#*#4636#*#* ডায়াল করার পর দেখতে পাবেন একটি নতুন পেজ ওপেন হবে, এই খানে তিনটি অপশন দেখতে পাবেন । আপনি যেই সিমের ডেটা ব্যাবহার করতে চান সেই সিমটি যদি এক নম্বর সিম হয়ে থাকে তবে 1 নম্বর অপশন (Phone information1) এ চাপদিন । আর যদি 2 নম্বর সিম হয়ে থাকে তবে দ্বিতীয় অপশনে (Phone information2) চাপ দিন।

তারপর নিচের দিকে দেখতে পাবেন মোবাইল রেডিও পাওয়ার ( Mobile Redio Power) নামের একটি অপশন থাকবে ,সেটিকে অন করে দিতে হবে । আপনাদের কাজ শেষ এবার ফ্লাইট মোড চালু করেই আপনি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

ফোনে যদি গুগল ডায়ালার না থাকে –

আপনার ফোনে যদি গুগল ডায়ালার না থেকে থাকে তবে এই কোডটা কোনো কাজের হবে না , তাই এর জন্য আপনাকে Force LTE Only (4g/5g) এই অ্যাপটি ইনস্টল করতে হবে ।

এই অ্যাপটি ওপেন করার পর আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড 11 এর ভিতর হয় তবে METHOD 1 (প্রথম অপশন) চাপদিন ,আর যদি মোবাইলটি অ্যান্ড্রয়েড 11+ হয় তবে METHOD 2 (দ্বিতীয় অপশন) চাপ দিন।

এর পরে Phone Info সেটিংস খুলে যাবে , এখান থেকে মোবাইল রেডিও পাওয়ার ( Mobile Radio Power) অপশনটি চালু করেদিন । কাজ শেষ এবার আপনি ফ্লাইট মোডে মোবাইল ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । নিজের পছন্দের গেমস খেলুন কোনো ডিসটার্ব ছাড়াই ও বন্ধুদের কেও দেখান ও অবাক করে দিন ।

শেষ কথা –

বন্ধুরা আশাকরি এই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর আপনাকে আর ফ্লাইট মোডে মোবাইল ইন্টারনেট চালাতে অসুবিধা হবে না । আর এই ফিচারটির ব্যাপারে বেশি লোকেরই অজানা তাই আপনি যদি এই ফিচারটি ব্যাবহার করেন তবে আপনার আশে পাশের বন্ধুরা কৌতূহল হবেই । তাই এই পোস্টটিকে আপনার কাছের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না । যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তবে নিচে কমেন্ট করতে ভুলবেন না । আমরা যতো তাড়াতাড়ি সম্ভব আপনাকে সহায়তা করবো । পোস্টটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !
আপনার দিনটি শুভ হোক !

FAQ:

প্রশ্ন: কোন কোন মোবাইলে ফ্লাইট মোডে ইন্টারনেট চালানো যায় ?
উত্তর: মূলত সব ফোনেই ফ্লাইট মোডে ইন্টারনেট চালানো যায় ।

প্রশ্ন: কোন কোড ডায়াল করার পর আমি এ;ই সেটিংস এ পৌঁছেতে পারবো ?

উত্তর: যদি গুগল ডায়ালার তাকে তবে *#*#4636#*#* ডায়াল করুন । আর যদি
গুগল ডায়ালার না থাকে তবে Force LTE Only নামক অ্যাপটি ইনস্টল করার পরে আপনি এই সেটিংস এ পৌঁছে যাবেন ।

প্রশ্ন: এই সেটিংস করার পর ফ্লাইট মোডে মোবাইল ইন্টারনেট চালানো ছাড়া আর কি কি কাজ করতে পারবো ?

উত্তর: এর সেটিংস করার পর আপনি শুধুমাত্র ইন্টারনেটই উপভোগ করতে পারবেন ,কোনো কল বা এসএমএস করতে পারবেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *