এখন আমাদের সবার বাড়িতেই TV, AC,DVD থেকে থাকে আর অনেক সময়েই এর রিমোট খুঁজে পাওয়া যায় না বা রিমোট নষ্ট হয়ে যায় । ফলে আমাদের এগুলি চালাতে খুব অসুবিধা হয়ে থাকে তাই এই পোস্টে নিজের মোবাইল দিয়ে টিভি রিমোট কিভাবে বানাবেন সেটা আলোচনা করবো। আর এই পদ্ধতিটি খুব এই সহজ।
মোবাইল দিয়ে টিভি রিমোট বানাবো কেন?
আমরা সবাই সব সময় নিজের হাতে কিছু রাখি আর নাই রাখি মোবাইল কিন্তু সবার হাতে সব সময়ই রেখে থাকি। তাছাড়া অনেক সময় রিমোট হাতের কাছে না থাকা, রিমোট হারিয়ে যাওয়া । তাই আমরা মোবাইলের একটি ফিচারের সাহায্যে মোবাইলকে রিমোট হিসাবে ব্যাবহার করতে পারি। আপনি চাইলে টিভির সাউন্ড বাড়ানো,কমানো বা চ্যানেল পালটানো সব কিছুই করতে পারবেন।
রিমোট কিভাবে কাজ করে ?
আমরা যেসব সব রিমোট ব্যাবহার আপনি দেখবেন সেটিতে একটি LED লাইট থাকে এটিকে ইনফ্রারেড ট্রান্সমিটার(IR Blaster) বলা হয়। যখন আপনি রিমোটের কোনো বোতাম চাপেন তখন রিমোটটি টিভিতে থাকা রিসিভার সেন্সরকে একরকম সিগনাল দেয়। এরপর টিভিতে থাকা রিসিভার সেন্সরটি টিভির কন্ট্রোলার আইসিতে পাঠিয়ে দেই এবং টিভিটি সেই সিগনাল অনুযায়ী কাজ করে।
মোবাইল দিয়ে টিভি রিমোট বানানোর উপায়
যে কোনো মোবাইলকে টিভি রিমোট বানাতে হলে ওই ফোনে দেখতে হবে IR Blaster সেন্সর আছে নাকি। যদি এই সেন্সর থেকে থাকে তাহলে আপনার ফোনটি দিয়ে টিভি, এসি,ডিভিডি এই সব জিনিসের রিমোট হিসাবে ব্যাবহার করতে পারবেন।
আর এই IR Blaster সেন্সর বেশি ফোনে থাকে না। এটি বেশিরভাগ Redmi,Poco কোম্পানির ফোনগুলোতে বেশি দেখা যায় ও এই ফিচারের সাথে Mi Remote নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে।
আপনার হাতের ফোনটি যদি এই ফিচার থাকে তাহলে আপনি মোবাইলকে রিমোট হিসাবে ব্যাবহার করতে পারবেন।
মোবাইলে IR Blaster আছে নাকি চেনার উপায়
এই IR Blaster বর্তমান সময়ে একটি বিশেষ ফিচার হয়ে উঠেছে । এই ফিচার আপনার ফোনে আছে নাকি সেটা বুঝতে আপনাকে আপনার ফোনের উপরের দিকে দেখুন একটা ছোট LED লাইট মতন আছে নাকি । যদি থাকে তাহলে Mi Remote অ্যাপ্লিকেশন আছে নাকি সেটাও দেখুন । আর Mi Remote অ্যাপ্লিকেশন থাকলে নিশ্চিত হবেন যে ফোনটিতে IR Blaster ফিচার উপলব্ধ আছে।
Mi Remote অ্যাপ্লিকেশন কি ভাবে ব্যাবহার করতে হয়?
অ্যাপ্লিকেশনের নামে যেমন Mi কথা রয়েছে তাতে আপনি বুঝেই গেছেন এটি Mi কোম্পানির ফোন গুলোতে দেখাযায়। যদি না থাকে তাহলে প্লে স্টোর₹₹ থেকে ইনস্টল করতে পারেন। এর পর Mi Remote অ্যাপটি খুলুন , “Add Remote” তে চাপুন । পরে আপনি অনেক ডিভাইস দেখতে পাবেন ,আপনি যেই ডিভাইসের রিমোট সেটআপ করতে চান সেটিতে চাপদিন । পরের ধাপে অনেক ডিভাইসের নাম দেখতে পাবেন , এর ভিতরে আপনার যেই ডিভাইস সেই ডিভাইসটি বেছেনিন। এর পরে আপনার ডিভাইস টি চালু করুন এবং মোবাইলটি টিভির রিসিভারের দিকে রেখে কনফিগারেশন করার পরেই আপনার মোবাইলটি টিভি রিমোট হিসাবে চালাতে পারেন।
শেষ কথা –
তো আশাকরি আপনার ফোনেও যদি IR Blaster ফিচার থাকে তাহলে আপনিও এই পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়লে আর নিজের মোবাইল দিয়ে টিভি রিমোট বানাতে কোনো প্রকার অসুবিধা হবে না। আমাদের এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ !
FAQ-
- প্রশ্ন: ফোন দিয়ে কিভাবে টিভি চালাবো?
উত্তর:আপনার ফোনে IR Blaster সেন্সর থাকলেই আপনি মোবাইল দিয়ে টিভি রিমোট বানাতে পারেন । - প্রশ্ন: কোন কোম্পানির ফোনে IR Blaster দেখা যায় ?
উত্তর: বেশিরভাগ MI ও Poco কোম্পানির ফোনে এই ফিচার বেশি দেখা যায়।