বন্ধুরা বর্তমানে Xiaomi কোম্পানি একটি খুব প্রচলিত মোবাইল কোম্পানি, আর আপনার হাতের ফোনটি যদি Xiaomi কোম্পানির ফোন হয়ে থাকে তবে আপনাকে Mi account সম্মন্ধে জানা দরকার । সব শাওমি ফোনেই এই ফিচারটি থেকে থাকে আর এখনো অনেকেই আছে যারা Xiaomi Account কি ও Xiaomi account এর ব্যাবহার কিভাবে করতে হয় কোনো ধারণা নেই , তাই এই পোস্টটিতে শাওমি একাউন্টের বিস্তারিত আলোচনা করবো।
শাওমি একাউন্ট কি ? – What is Xiaomi Account ?
Xiaomi Account হলো একটি অ্যাকাউন্ট যা আপনাকে শাওমি স্মার্টফোন , স্মার্ট হোম ডিভাইস গুলোতে দিয়ে থাকে। মি একাউন্ট ব্যাবহার করার ফলে একাধিক ডিভাইসে ডেটা সিঙ্ক করতে পারেন । একটি শাওমি একাউন্ট বানানো খুব সহজ ,যেকোনো ইমেইল আইডির সাহায্যে একাউন্ট বানাতে পারেন । শাওমি একাউন্ট বানানোর ফলে আপনি ক্লাউড স্টোরেজ ব্যাবহার করতে পারেন।
মি একাউন্ট এর প্রয়োজন – Why do I need Xiaomi account?
নিজের ডিভাইস গুলোকে এক সাথে সংযোগ করতে ও সিঙ্ক করতে বা ফোনের ডেটা যাতে সুরক্ষিত রাখতে মি একাউন্ট ব্যাবহার করা দরকার।
মি একাউন্ট এর কাজ – Functions of mi Account
একটি শাওমি একাউন্ট বানানোর পর আপনি অনেক কয়টি সুবিধা পাবেন যেমন –
- ক্লাউড স্টোরেজ : শাওমি ক্লাউড স্টোরেজ এর সাহায্যে আপনি আপনার ফোনের ছবি , ভিডিও , কন্টাক নম্বর,নোটস গুলো আপলোড করতে পারেন । আপলোড করার পর আপনি যদি ফোন থেকে সেগুলো ডিলেটও করে দেন তার পরেও আপনি সেগুলো ফেরত পেয়ে যাবেন, আপনার কোনো ডেটা নষ্ট হবে না ।
- Mi হোম : মি একাউন্টের মাধ্যমে mi home অ্যাপ্লিকেশনটি চালাতে পারবেন,Mi হোম এর সাহায্যে আপনার বাড়িতে থাকা স্মার্ট ডিভাইস গুলোকে কন্ট্রোল করতে পারবেন।
- সুরক্ষা প্রদান : আপনি যদি আপনার ফোনে mi account লগ ইন করে থাকেন তবে যত বার ফোনটি ফ্যাক্টরি রিসেট করবেন ততবার আগের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে । এর ফলে যদি ফোনটি অন্যকেউ বা চুরি করা ব্যাক্তি ফোন রিসেট করতে যায় তবে Mi account বাধা দিয়ে থাকে।
মি একাউন্ট কিভাবে খুলবো – How to open Xiaomi account
শাওমি একাউন্ট খুলতে হলে আপনাকে একটি ব্রাউজারে গিয়ে শাওমি রেজিস্ট্রেশনের অফিসিয়াল সাইটে গিয়ে নিজের দেশের নাম , ইমেইল আইডি ও পছন্দ মত পাসওয়ার্ড দিতে হবে। এর পরে ওই ইমেইল আইডি তে একটি কনফার্মেশন
কোড যাবে সেটি রেজিস্ট্রেশন ফর্মে প্রবেশ করলেই মি একাউন্ট খুলে যাবে।
মি একাউন্ট এর পাসওয়ার্ড কিভাবে রিকোভার করবেন – How To Reset Mi Account Password
যদি আপনি মি একাউন্টের পাসয়ার্ড ভুলে গিয়ে থাকেন তবে চিন্তা করার কোনো কারণ নেই, মি একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে আপনাকে যেকোনো ব্রাউজারে Mi Account এর লগ ইন পেজে যান । এর পর forget password এ যান , এর পরে দেখতে পাবেন মোবাইল নম্বর বা ইমেইল আইডি সিলেক্ট করতে বলবে। এখানে আপনি আগে যেই মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিয়ে Mi Account বানিয়ে থাকেন তবে সেটি বেছে নিন (এই খানে আপনি যেই একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে চান সেই আইডির ফোন নম্বর বস ইমেইল আইডি বসাতে হবে) । তারপর ওই নম্বর বা ইমেইল এ একটি OTP আসবে সেটি সঠিকভাবে বসানোর পর আপনি আপনার mi account এর পাসওয়ার্ড নতুন ভাবে বানাতে পারবেন ।
শেষ কথা :
আপনি যদি শাওমি কোম্পানির কোনো ডিভাইস ব্যাবহার করে থাকেন তবে মি একাউন্ট বানানো দরকার কারণ এটির সাহায্যে আপনার ডিভাইসের ডেটা ও ফোনটিও সুরক্ষিত রাখতে ফোনে অবশ্যই Mi Account লগ ইন থাকা দরকার ।
FAQ:
প্রশ্ন: কোন কোন ফোনে মি একাউন্ট ফিচার ব্যাবহার করা যায়?
উত্তর: শুধু মাত্র Xiaomi কোম্পানির ডিভাইস গুলোতে এই ফিচার ব্যাবহার করা যায় ।
প্রশ্ন: কিভাবে Mi Account নম্বর চেক করবো ?
উত্তর: স্টেপ ফলো করুন – সেটিংস > Xiaomi Account > ইউজার নেম তারপর নিজের একাউন্ট নম্বর দেখতে পাবেন।