পকেট রাউটার কি ? পকেট রাউটার কেন ব্যবহার করা হয়

পকেট রাউটার কি

আপনারা জানেন এখন ইন্টারনেটের যুগ,আমরা যা কিছুই করি না কেন আমাদের ইন্টারনেটের সব সময় প্রয়োজন হয় । খাবার অর্ডার থেকে খাবার রান্না জানার রেসিপি খোঁজা পর্যন্ত আমাদের কে ইন্টারনেটের উপরই নিভর করতে হয় । তাই আমাদের সব সময়ই ইন্টারনেটের খুব প্রয়োজন হয় । কিন্তু যখন আমরা কোনো প্রয়োজনে কোনো এলাকায় যায় যেখানে মোবাইল ইন্টারনেট খুব কম কাজ করে তখন আমরা ইন্টারনেট ব্যাবহার করতে খুবই অসুবিধার সম্মুখীন হই । এর সহজ সমাধান হলো পকেট রাউটার ব্যাবহার করা । তাই আপনাকে জানা দরকার পকেট রাউটার কি? কিভাবে কাজ করে।

পকেট রাউটার কি?

এক কথায় বলা যায় পকেট রাউটার হলো ওয়াইফাই রাউটারের মতোই ছোট একটি ডিভাইস। ডিভাইসটি ব্যাবহার করতে আপনাকে একটি সিম লাগাতে হবে। খুব ছোট ও হালকা হবার দরুন এই পকেট রাউটার আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যাবহার করতে পারবেন। একটি রাউটারের সাথে ৩১ টি বা তার বেশি ডিভাইস এক সাথে ইন্টারনেট প্রদান করতে সক্ষম। কিন্তু এটি একটি ছোট ডিভাইস হবার দরুন এর রেঞ্জ ও কম।

আরো পড়ুন : টেলিটক নাম্বার দেখার উপায় 2024

আরো পড়ুন : পকেট রাউটার কি ? পকেট রাউটার কেন ব্যবহার করা হয়

পকেট রাউটারের কিছু সুবিধা

পরিবহন

পকেট রাউটারের নামে যেমন “পকেট” শব্দটি রয়েছে তেমন এটি আপনি নিজের পকেটে নিয়ে নিয়ে বেড়াতে পারবেন । আকার ও ওজনে ছোট হওয়ায় আপনি ট্রেন কিংবা যেখানেই যান আপনি এটি নিজের কাছেই নিয়ে রাখতে পারবেন। তাছাড়া মূলত এটি ছোট ডিভাইস হবার দরুন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে ।

ব্যাটারি

পকেট রাউটারটি চালাতে ব্যাটারির প্রয়োজন হয়ে থাকে। একবার রাউটার সম্পূর্ণ চার্জ দিলে ৭-৮ ঘণ্টা পর্যন্ত একভাবে চলতে পারে। ব্যাটারিতে চলার দরুন আপনার বাড়িতে যদি পাওয়ার কাট হয় তাতেও কোনো অসুবধা নেই। রাউটারটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে রাউটারটি চার্জ দিতে হয় , আপনি নিজের ল্যাপটপ এর সাথে যুক্ত করে চার্জ দিতে পারেন।

ইন্টারনেটের সুবিধা

বর্তমানে আমরা ইন্টারনেট ছাড়া প্রায় অচল ,কারণ এখন আমরা জে কোনো কিছুর সমস্যার সমাধান খুঁজি না কেন আগে ইন্টারনেটে গিয়েই সার্চ করে দেখি। সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশের মানুষের সাথে যোগাযোগ , অনলাইন মুভি, অনলাইনে নিউজ দেখতে ইন্টারনেটের খুব প্রয়োজন হয় তাই ইন্টারনেটের ব্যাবহারকে খুব সহজ করে দিয়েছে পকেট রাউটারগুলো ।

কোনো ইনস্টলেশন প্রয়োজন নেই

আপনাকে পকেট রাউটার ব্যাবহার করার জন্য কোনো রকমের ইনস্টলেশন করতে হয় না, শুধু একটা সিমের প্রয়োজন হয়। তাছাড়া বাড়তি কেবলের ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন, পকেট রাউটার সম্পূর্ণ তারবিহীন । পকেট রাউটার ব্যাবহার করলে ইনস্টলেশন খরচও বাঁচে ,তাই এই রাউটার ব্যাবহার করতে পারেন।

সিকিউরিটি

পকেট রাউটার যেহেতু যেখানে সেখানে ব্যাবহার করা যাই তাই এর সিকিউরিটিও খুব ভালো। যখন আমরা কোনো পাবলিক প্লেসে থাকি তখন অনেকেই ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে চাই , কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই । পকেট রাউটার সম্পূর্ণ পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে তাই নিচিন্তে থাকুন।

একাধিক ডিভাইসের সংযোগ

একটি পকেট রাউটারের সাথে আপনি অনেক ডিভাইস একসাথে সংযোগ করে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন। আপনার বাড়ির স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ,কম্পিউটার আরো অন্যান্য ডিভাইসগুলোর জন্য একটি পকেট রাউটার যথেষ্ঠ।

 

পকেট রাউটারের খরচ

ওয়াইফাই রাউটারের তুলনায় পকেট রাউটারের দাম কম মার্কেটে/অনলাইনে ১-৩ হাজার (ভারতীয়/বাংলাদেশি) টাকার আশেপাশে বিভিন্ন ধরনের কোম্পানির পকেট রাউটার পাওয়া যায়।

পকেট রাউটারের কিছু অসুবিধা

পকেট রাউটারের অসুবিধা

সব জিনিসেরই যেমন সুবিধা থাকে তেমন এক দিক থেকে অসুবিধাও থাকে। তেমন পকেট রাউটারেরও অসুবিধা আছে। অসুবিধা গুলি হলো-

কম স্পীড

ওয়াইফাই রাউটারের তুলনায় পকেট রাউটারে অনেক স্পীড কম পাওয়া যায়। তারপর যদি একসাথে অনেক ডিভাইস সংযুক্ত করা থাকে তাহলে ইন্টারনেটের স্পীড কম দেখতে পাওয়া যায়।

লিমিটেড ডেটা

এটি পকেট রাউটারের বড় অসুবিধা । কারণ পকেট রাউটার সম্পূর্ণ সিম দিয়ে চলে তাই আপনাকে নির্দিষ্ট প্ল্যান রিচার্জ করতে হয়। সেই কারণে পকেট রাউটারে সীমাবদ্ধ ডেটা ব্যবহার করা যায়।

বার বার চর্জিং করা

যেহেতু পকেট রাউটার ব্যাটারিতে চলে তাই এটি ব্যাবহার করার আগে বার বার আপনাকে সম্পূর্ণ চার্জ দিতে হবে । কিন্তু এমন সময়ও আসতে পারে যখন আপনার ইন্টারনেটের দরকার কিন্তু রাউটার চার্জ না থাকার জন্য আপনি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন না। তাই রাউটারটিকে সব সময় চার্জ রাখতে হবে।

হারিয়ে যাওয়া

পকেট রাউটার একটি ছোট ডিভাইস হওয়ায় এটি চুরি বা হারিয়ে যাবার সম্ভাবনা বেশি থেকেই যায়।

FAQ- পকেট রাউটার

প্রশ্ন -পকেট রাউটার কেনা ঠিক?
উত্তর – যদি আপনি মাসে সীমিত ডেটার ব্যাবহার করে থাকেন তাহলে আপনি পকেট রাউটারের দিকে যেতে পারেন।

প্রশ্ন: পকেট রাউটারে কতক্ষন চার্জ থাকে?
উত্তর: এটি ডিভাইসের ব্যাটারির ওপর নির্ভর করে। কিন্তু বেশিরভাগ পকেট রাউটারে ৬-৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

প্রশ্ন: পকেট রাউটারের দাম?
উত্তর: মার্কেটে ও অনলাইনে ১০০০ টাকা থেকে ৩০০০+ টাকা পর্যন্ত (ভারত/বাংলাদেশ) দাম হয়ে থাকে।

প্রশ্ন: বাজারের কিছু পরিচিত পকেট রাউটারের নাম?
উত্তর: ভারত – জিও ফাই , এয়ারটেল ওয়াইফাই। বাংলাদেশ – বাংলালিংক মায়ফাই,গ্রামীণফোন 4জি রাউটার ।

শেষ কথা

যদি আপনি একটি এমন রাউটার খুঁজছেন যেটা বাড়ি, অফিস,পাবলিক প্লেসে ব্যাবহার করা যায় এবং যদি আপনার বেশি ডেটার প্রয়োজনও না হয় তখন আপনি পকেট রাউটারের দিকে যেতে পারেন। কিন্তু আপনার যদি বেশি স্পীড ও আনলিমিটেড ডেটার প্রয়োজন হয় তবে আপনাকে ওয়াইফাই রাউটারের সাথে যেতে পারেন।
আশাকরি আমি পকেট রাউটার কি, কিভাবে ব্যাবহার করতে হয় তার সম্মন্ধে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। আর এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না,ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *