পাসওয়ার্ড ছাড়া কিভাবে WiFi কানেক্ট করবেন ? কোনো WIFI এর পাসওয়ার্ড কিভাবে দেখবো

পাসওয়ার্ড ছাড়া কিভাবে WiFi

বন্ধুরা এখন ইন্টারনেটের যুগে বেশির ভাগ লোকেই ইন্টারনেট অ্যাকসেস করার জন্য Wifi ব্যবহার করে থেকেন , তবে অনেক সময়ে আমাদের কাছে Wifi এর পাসওয়ার্ড জানা থাকে না। তখন আমরা সেই wifi ব্যাবহার করতে পারি না ,তাই আপনি যদি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালাতে চান তবে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখুন। এই পোস্টে আপনি বিনা পাসওয়ার্ড দিয়ে কিভাবে wifi কানেক্ট করতে পারবেন ও কানেক্টেড wifi পাসওয়ার্ড কিভাবে দেখবেন সেই বিষয়ে আলোচনা করবো।

এর জন্য আপনার ফোনে কোনো প্রকার থার্ডপার্টি অ্যাপস এর প্রয়োজন হবে না , আপনার ফোনের কিছু ফিচার এর মাধ্যমেই আপনি পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট করতে পারেন।

পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবেন

পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট করতে হলে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভার্সনের এর উপরের হতে হবে , কেননা অ্যান্ড্রয়েড ১০ ভার্সনের পর থেকে wifi শেয়ার অপশন টি দেখা যায় , তাছাড়া নিচে আরো কিছু টিপস নিয়ে আলোচনা করেছি যার মাদ্ধমে আপনি wifi পাসওয়ার্ড ছাড়াই কানেন্ট করতে পারেন।

QR Code স্ক্যান করে wifi কানেক্ট করুন

How to connect Wi-Fi without password

আপনি যেই ওয়াইফাই কে কানেক্ট করতে চান সেই নেটওয়ার্কটি যদি অন্য কোনো ফোনে কানেক্টেড থেকে থাকে তবে সেই ফোনটির সাহায্যে wifi কানেক্ট করতে পারেন। এর জন্য নিচের স্টেপ গুলিকে অনুসরণ করুন –

  • প্রথমে যেই ফোনটিতে wifi Connecten আছে সেই ফোনের wifi সেটিংস এ যান
  • এর পর Connect wifi তে চাপ দিন
  • তার পর ( Tap To Share Password ) দেখতে পারবেন বা QR কোড শেয়ার অপশন থাকবে সেটিতে ক্লিক করুন।
  • আপনার সামনে বার কোড চলে আসবে।
  • এর পর যেই ফোনে এই নেটওয়ার্ক কে কানেক্ট করতে চান সেই ফোনের wifi settings এ যান
  • তার পর Add Network যান

এবার সেই বার কোড স্ক্যান করুন , ওয়াইফাই connect হয়ে যাবে।

Wps বাটনের সাহায্যে পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট করুন

এক্ষেত্রে আপনি যেই নেটওয়ার্ক কানেক্ট করতে চান সেটি রাউটারের ওয়াইফাই হওয়া জরুরি ,যদি মোবাইলের হটস্পট হয় তবে কোনো WPS বাটনের সাহায্যে কানেক্ট করতে পারবেন না। কেননা এখনো মোবাইলের হটস্পটে এমন কোনো পদ্ধতি নেই।

  • WPS মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে হলে নিচের স্টেপগুলি অনুসরণ করুন
  • প্রথমে রাউটারের পিছনে wps সুইচ টিপুন (৩০ সেকেন্ড বা কোনো কোনো রাউটারে ৬০ সেকেন্ড এর ভিতরে)
  • এরপর আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংস এ যান
  • তারপর Wps Push Button ক্লিক করুন ( এই অপশনস এক এক ফোনে ভিন্ন ভিন্ন লোকেশনে থাকে , যদি মোবাইলে Wifi Preference অপশনস থাকে তবে সেখানে পেয়েযাবেন )
  • এবার কিছু সেকেন্ডস সময় নিবার পরে ওয়াইফাই সফল ভাবে কানেক্ট হয়ে যাবে।

মনে রাখবেন এই অপশনের মাধ্যমে আপনি পুরোনো ফোনগুলোর ক্ষেত্রে কার্যকরী , কেননা নতুন এন্ড্রোইড ভার্সনের ফোন গুলোতে Wps কানেক্ট অপসন পাওয়া যাই না।

Wifi পাসওয়ার্ড বের করার নিয়ম

প্রথমেই জানিয়ে দিয় আপনি কেবলমাত্র সেই ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড দেখতে পারেন যেটি ফোনে কানেক্টেড রয়েছে। এর জন্য কিছু টিপস অনুসরণ করে ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারেন।

মোবাইলের ক্ষেত্রে –

  • Wifi settings এ যান তার পর Tap To Share Password এ ক্লিক করুন
  • এর পর সেই QR Code টিকে স্ক্রীনশট নিন
  • এবার স্ক্রীনশট টি কোনো স্ক্যানার অ্যাপস বা Scanqr.org তে আপলোড করুন

এর পর আপনার সামনে wifi পাসওয়ার্ড চলে আসবে।

কম্পিউটারের ক্ষেত্রে –

WiFi পাসওয়ার্ড দেখবো কিভাবে
এখানে আমি উইন্ডোজ ১০ এর কম্পিউটারে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে দেখতে পারেন সেটা জানবো, এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন ।

  • প্রথমে কম্পিউটারের সেটিংস এ যান ।
  • এর পর Network & Internet অপশনে যান।
  • তারপর Status এ আসুন , নিচে Advanced network settings এর ভেতর network and sharing center এ যান
  • এরপর কানেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক এর নাম এ ক্লিক করুন
  • তার পর wifi Status উইন্ডো খুলে যাবে, এখানে wireless properties এ ক্লিক করুন
  • এরপর আর একটি উইন্ডো খুলে যাবে এখানে আপনি ২ তো অপশন দেখতে পারবেন (Connection, Security)
  • আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড কি দেখার জন্য Security অপশনে ক্লিক করতে হবে

তার পর Network Security Key অপশন দেখতে পেয়ে যাবেন। তার নিচে show characters box এ ক্লিক করলে ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পেয়ে যাবেন ।
সম্পূর্ণ স্টেপ – Windows Settings>network & Internet >Status > Network And Sharing Center >Click Connect Wifi Name >Wireless Properties > Security>Show Characters

শেষ কথা:

বন্ধুরা এই পোস্টে আমি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার পদ্ধতি গুলো আলোচনা করেছি । আশাকরি আপনি এবার থেকে কোনো পাসওয়ার্ড ছাড়াই সহজেই wifi কানেক্ট করতে পারবেন । আর ওয়াইফাই এর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করতে পারেন । এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে এই ফিচারের সম্পর্কে জানতে পারেন । এমনিই আরো টেক টিউটোরিয়াল এর জন্য আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *